৬ টি হাসির চুটকি। Six Funny Bangla Jokes
বন্ধরা আমি এই পোস্ট এ ৬ টি মজার বাংলা জোকস দিলাম। আশা করি ভাল লাগবে।
![]() |
ড্রাইভার — কাচের টুকরােয় পড়েছিল।
মানিক — তুমি কাচের টুকরাে দেখতে পাওনি?
ড্রাইভার — আজ্ঞে না। কারণ গাড়ীর নীচে যে লােকটা চাপা পড়েছে, তার পকেটে ছিল মদের বােতল।
তিন জন চোর ঝগড়া করছিল।
প্রথম চোর বললে — আমি কোটিপতি।
দ্বিতীয় চোর — আমি অবুদ পতি।
তৃতীয় চোর — আমি আমার স্ত্রীর পতি।
রাজেশ – কি ভাই রমেশ। এ বছর তাহলে বিয়ে করছা তাে?
রমেশ — আমি তাে বলেছি ভাই। চাকরি বাকরি না হলে বিয়ে করব না।
রাজেশ — বুঝেছি।
তুমি সারাজীবন কুমার থাকতে চাও?
একজন লােক নদীর ধারে বেড়াচ্ছিল, হঠাৎ পা পিছলে পড়ে গেল নদীতে। সে সাতার জানত না। জলে ডুবে যেতে লাগল। এমন সময় পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল।
তখন লােকটি চীৎকার করে বলল — আমি সাঁতার জানিনা। জলে ডুবে যাচ্ছি। আমাকে বাঁচাও।
পথিক একটু হেসে বললে — সাঁতার জান না তাে কি হয়েছে? এই সুযােগে সাঁতার শিখে নাও সাঁতার শেখার এমন সুযােগ আর হবে না।
দু’জন যুবক রাস্তার দাঁড়িয়েছিল। সেই রাস্তা দিয়ে আসছিল দুটি যুবতী। তাদের দেখে একটি যুবক ইসারা করে একটি মেয়েকে দেখিয়ে বন্ধুকে বললে — আমি ওকে আড়চোখে দেখছিলুম।
সঙ্গে সঙ্গে এক যুবতী বললে — আমি ওকে স্যাণ্ডেল বদল করে মারছিলাম!
এক পুলিশ রাত্রে রাস্তায় পাহারা দিচ্ছিল। হঠাৎ তার কানে গেল একজন বাঁচাও বলে চীৎকার করছে। পুলিশ তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলে একটি লােক কুয়ায় পড়ে গেছে। অন্ধকার, ভাল দেখা যায় না। পুলিশ তাড়াতাড়ি একটা দড়ি ঝুলিয়ে দিয়ে লােকটিকে টেনে তুলতে লাগল। খানিকটা উপরে উঠে আসতেই দেখা গেল, লোকটি আর কেও নয় স্বয়ং পুলিশ ইন্সপেক্টর। আর যায় কোথা পুলিশ দড়ি ছেড়ে দিয়ে স্যালুট করলে। পুলিশ ইন্সপেক্টর আবার পরে গেল কুয়ায়।


0 Comments