Radha বাংলা গান Lyrics, গানটি নেওয়া হয়েছে Bengali Movie Asur থেকে। এই বাংলা গান টি গেয়েছেন Iman Chakraborty & Shovan Ganguly, গানটির Lyrics লিখেছেন Sugato Guha এবং গানটির music composed করেছেন Bickram Ghosh । Bengali Movie Asur সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন Jeet, Abir Chatterjee, Nusrat Jahan এবং এই সিনেমায় Music দিয়েছে Grassroot Entertainment । এই সিনেমার গান গুলি হল ১। Tor Hoye Jete Chai ২। Radha ৩। Mon Janona ৪। Aagun

রাধা বাংলা গান লিরিক্স । Radha Song Lyrics In Bengali - Asur


Radha বাংলা গান Lyrics credits:

Movie: Asur
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guha
Singers: Iman Chakraborty & Shovan Ganguly
Programming Arrangements: Sayan Ganguly
Recording: Suman Dey
Mixing and Mastering: Sayan Ganguly
Studio: Bickram Ghosh Studio (Kolkata)
Label: Grassroot Entertainment

Radha বাংলা গান Lyrics:

আমি রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ‌,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
দাফন হবো তোর সাথে
তাই কাফন খুঁজে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই।

চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।

দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির,
হয়রান সে আর পায়না যে তীর
হয়রান সে আর পায়না যে তীর।

তোকে পাবো কি পাবো না আর
মন‌ জ্বলে পুড়ে একাকার,
তোকে পাবো কি পাবো না আর
মন‌ জ্বলে পুড়ে একাকার,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই।

চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।