বন্ধু আমার রাতের আকাশ লিরিক্স, গানটি নেওয়া হয়েছে Eagle Music Youtube channel থেকে। এই বাংলা গান টি গেয়েছেন Sadman Pappu, bondhu amar rater akash lyrics লিখেছেন Riaz এবং গানটির music composed করেছেন Ankur Mahamud। এই বাংলা গান টি Eagle Music Youtube channelএ মুক্তি পেয়েছিল।

বন্ধু আমার রাতের আকাশ লিরিক্স | bondhu amar rater akash lyrics


বন্ধু আমার রাতের আকাশ লিরিক্স | bondhu amar rater akash lyrics credits:

Song: Bondhu amar rater akash
Singer: Sadman Pappu
Lyrics: Riaz
Music: Ankur Mahamud
Label: Eagle Music

Read More: maiya re maiya re tui oporadhi re gaan (বাংলা গান) Lyrics

বন্ধু আমার রাতের আকাশ লিরিক্স

এ হৃদয়ে তুমি ছিলে,
ব্যথা ছিল না ।
হঠাৎ করে হারিয়ে গেলে,
ফিরে এলে না ।
এখন বন্ধু আমার রাতের আকাশ
ওর ঘরে তো আমার বসবাস ।
বন্ধু আমার চাঁদের জ্যোছনা
এখন আমার মন কাঁদে না ।
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয় ।

যে আলোতে তোমার মায়া, আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়ায় ।
তারার মতো শত ব্যথা, বুকেই নেভে জ্বলে
এখন আমি প্রহর কাটায় জোনাক দলে ।
বন্ধু আমার রাতের আকাশ
ওর ঘরে তো আমার বসবাস ।
আমার বন্ধু চাঁদের জ্যোছনা
এখন আমার মন কাঁদে না ।
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয় ।

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন ।
দুঃখ ভরা পবনেতে ফেলি রে নিঃশ্বাস 
এত সুখের‌ ভালোবাসায় ভাঙলি রে বিশ্বাস ।
বন্ধু আমার রাতের আকাশ
ওর ঘরে তো আমার বসবাস ।
আমার বন্ধু চাঁদের জ্যোছনা
এখন আমার মন কাঁদে না ।
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয় ।।

bondhu amar rater akash lyrics


Ei hridoye tumi chile,
Byatha chilo na .
Hotat kore hariye gele
Phire eley na.
Ekhon Bondhu Amar Rater Akash
Or ghore te amar bosobas.
Bondhu amar chander jochona
Ekhon amar mon kande na.
Sheshe diner pore ratri hoy nijhum
Tarara amai ekai parai ghum.
Sheshe nijer bibek daak diya je koi
Ekla jibon onek sukher hoy.

Je aalo te tomar maya, amar chaya nai
Ekhon ami ondhokare dukkhyo kurai.
Tarar moto shoto byatha bukei nebhe jwole
Ekhon ami prohor katai jonak dole.
Bondhu Amar Rater Akash
Or ghore te amar bosobas.
Bondhu amar chander jochona
Ekhon amar mon kande na.
Sheshe diner pore ratri hoy nijhum
Tarara amai ekai parai ghum.
Sheshe nijer bibek daak diya je koi
Ekla jibon onek sukher hoy.

Bondhu amar ogochore rongin polythene
Eknon amai swopno dekhai mithye protidin.
Dukkho bhora pobone te feli re niswas
Eto sukher bhalobasai bhangli re biswas.
Bondhu Amar Rater Akash
Or ghore te amar bosobas.
Bondhu amar chander jochona
Ekhon amar mon kande na.
Sheshe diner pore ratri hoy nijhum
Tarara amai ekai parai ghum.
Sheshe nijer bibek daak diya je koi
Ekla jibon onek sukher hoy.